ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, মার্চ ৩১, ২০১৯
পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। সন্ধ্যায় নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ পুলিশ।

শনিবার (৩০ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ধনখনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাত পৌনে ১০টায় ঘটনাস্থল থেকে ফেরার পথে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ধনখনিয়া গ্রামের একটি পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি একটি ছেলে নবজাতকের। তবে নবজাতকের পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৯
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।