ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, মার্চ ৩১, ২০১৯
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক বাকপ্রতিবন্ধী  তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিতার মা বাদী হয়ে শনিবার (৩০ মার্চ) আল আমীন মাঝি নামে এক তরুণকে আসামি করে এ মামলা করেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন বাংলানিউজকে জানান, ওই মহল্লার জামাল মাঝির বখাটে ছেলে আল আমীন মাঝি শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় তাদের বাড়িতে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।

পরে ওই তরুণী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।  

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।  

বাংলা‌দেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।