ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

মেঘনায় জাটকা নিধনে ২২ জেলেকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মার্চ ২৮, ২০১৯
মেঘনায় জাটকা নিধনে ২২ জেলেকে জেল-জরিমানা

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশের পোনা (জাটকা) নিধনের অপরাধে ১৫ জনকে এক বছর করে, এক জনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ছয় জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মানিক।

এক বছর কারাদণ্ড প্রাপ্ত জেলের হলেন- আব্বাস আলী, রহমত আলী, হানিফ হাওলাদার, হযরত আলী, জাহাঙ্গীর দেওয়ান, কামাল গাজী, হোসেন হাওলাদার, জাকির হাওলাদার, রৌশন আলী দেওয়ান, দেলোয়ার মাঝি, ফরিদ মাঝি, জিল্লুর রহমান, মনির মাঝি, আল-আমিন ও সাকিব আহম্মেদ।

মানিক মালকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড প্রাপ্ত হলেন- বোরহান, ইব্রাহীম, জিহাদ বেপারী, সোলায়মান মাঝি, সৌরভ বেপারী ও জনি পাটওয়ারী।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মেঘনা নদীতে টাস্কফোর্সের সদস্যরা বুধবার (২৭ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে জেলেদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।  

এছাড়া অভিযানে তিনটি মাছ ধরার ট্রলার পানিতে ডুবিয়ে দেয়। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।