ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নিউজিল্যান্ডে নিহত সেলিমের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মার্চ ২৮, ২০১৯
নিউজিল্যান্ডে নিহত সেলিমের দাফন সম্পন্ন স্বজনদের আহাজারি

চাঁদপুর: নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ জোহর বাড়ির মসজিদ প্রাঙ্গণে মরহুম সেলিমের জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের মরদেহ প্রায় দু’সপ্তাহ পর আজ ভোরে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

 

এর আগে, বুধবার দিনগত রাত ১টায় বিমানে করে তার মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমাহিশা গ্রামে মিয়াজী বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি।  

সেলিমের বড় ভাই শাহাদাত হোসেন মিজি বাংলানিউজকে বলেন, ২০১৫ সালে নিউজল্যান্ডে পড়ালেখার জন্য গিয়েছিলেন সেলিম। তিনি দেশে একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টালে পড়াশোনা শেষ করেন। তাকে নিয়ে পরিবারের দেখা স্বপ্ন আর পূরণ হলো না। সরকারিভাবে সুযোগ করে দেওয়ায় নিউজিল্যান্ডে গিয়ে মরদেহ রিসিভ করেছি। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

ভাইকে পড়াতে গিয়ে তারা ব্যাংকে যে ঋণ হয়েছেন তা পরিশোধের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল-নূর মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে একজন মোজাম্মেল হক সেলিম।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।