ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

এমপি ও স্বতন্ত্রের বিরুদ্ধে নৌকা প্রার্থীর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, মার্চ ২৮, ২০১৯
এমপি ও স্বতন্ত্রের বিরুদ্ধে নৌকা প্রার্থীর অভিযোগ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও স্বতন্ত্র প্রার্থী মো. মাহতাব উদ্দিন কল্লোলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় সাংবাদিকদের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ২০ পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়া হয়। 

বুধবার (২৭ মার্চ) দিনগত রাত ৮টায় শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সদর উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিস উজ্জামান আনিসের পক্ষে মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রাজিব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা ২০ পৃষ্ঠার বিভিন্ন অভিযোগ করেন।

 

তিনি বলেন, এমপি এলাকায় থাকলে ভয়াবহ সমস্যা দেখা দিতে পারে। তিনি (এমপি) স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি মৃণাল কান্তি দাস। তার বক্তব্যের সময় আনরাস প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোলের সমর্থকরা শেখ হাসিনার আনারস বলে শ্লোগান দেয়। মাহতাব উদ্দিন কল্লোলের নির্বাচনী ক্যাম্পের ব্যানারে শেখ হাসিনার ছবি সম্বলিত স্টিকার যানবাহনের সামনে ও পেছনে লাগিয়ে দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী কল্লোল নিজের নির্বাচনি পোস্টার ও ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ছবি ব্যবহার করছেন বলে অভিযোগ করা হয়।  

আরো বলেন, আমরা আট থেকে দশবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইনা।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।