ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মার্চ ২৭, ২০১৯
পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর উপজেলায় বজ্রপাতে শহীদ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর কৃষক চাঁন মিয়া (৬৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দুপুরে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে কৃষি জমি পরিচর্যার কাজ করছিলেন শহীদ মিয়া। পাশাপাশি চাঁন মিয়াও ঘাস কাটতে ছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চাঁন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।