ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিস্তার প্রদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, মার্চ ২৬, ২০১৯
চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিস্তার প্রদর্শন

চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'বিএনএস তিস্তা' সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মোক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে পুরনো লঞ্চঘাটে অবস্থান নেয়। এসময় জনসাধারণ যুদ্ধজাহাজে প্রবেশ করে এটি পরিদর্শন করে।

যুদ্ধজাহাজটি দেখার জন্য বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর ও বিভিন্ন মানুষ এসে ভিড় জমায়।

জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোদাসসেরুল হক বাংলানিউজকে বলেন, জাহাজটি খুলনা থেকে ২৩ মার্চ (শনিবার) চাঁদপুর আসে। এ জাহাজে তিনজন অফিসার ও ৫২ জন নাবিক রয়েছেন।

২৭ মার্চ থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সম্পদ জাটকা নিধন রোধে অভিযান পরিচালনা করবেন। আগামী ২৯ মার্চ খুলনার উদ্দেশ্যে যুদ্ধজাহাজটি চাঁদপুর ত্যাগ করবে বলেও জানানা তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।