ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে ৪ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, মার্চ ২০, ২০১৯
মানিকগঞ্জে ৪ ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় চার ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

চার ফার্মেসিগুলো হলো- উপজেলার আনিসা মেডিসিন কর্নারকে ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্নারকে ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার এবং সীতানাথ মেডিকেল হলকে ৫০ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী

তুলিপ, জেলা সেনেটারি ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।