ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

রূপসায় ইটভাটার চিমনি ভেঙে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, মার্চ ২০, ২০১৯
রূপসায় ইটভাটার চিমনি ভেঙে শ্রমিকের মৃত্যু

খুলনা: খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটার চিমনি ভেঙে শাহাবুদ্দিন শেখ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আসাদ নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) সকালে উপজেলার সিংহের চর গ্রামের এনএসবি ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আসাদকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহাবুদ্দিন উপজেলার আইতগাতী ইউনিয়নের যুগিহাটি গ্রামের বাসিন্দা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লার জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকালে শ্রমিক শাহাবুদ্দিন ভাটায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ দীর্ঘদিনের সংস্কারবিহীন চিমনিটি ভেঙে শাহাবুদ্দিনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত হন আরেক শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।