ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

জাতীয় প্যারেড স্কোয়ারে ৬ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মার্চ ২০, ২০১৯
জাতীয় প্যারেড স্কোয়ারে ৬ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০১৯ অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ শুরু হওয়া এ সমরাস্ত্র প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

বুধবার (২০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী ২৬, ২৭, ২৮,২৯, ৩০ ও ৩১ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ০৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

আইএসপিআর বলছে, ৩০ মার্চ বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের সঙ্গে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।

আর ৩১ মার্চ বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যদের পরিবারবর্গ ও বাহিনীত্রয় কর্তৃক পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  

সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো প্রকার স্কুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরাসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক গেজেট ইত্যাদি বহন না করার জন্য ওই প্রেস বিজ্ঞপ্তিতে দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আইএসপিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।