ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

এপ্রিলে ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মার্চ ১৯, ২০১৯
এপ্রিলে ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী  বৈঠক শেষে ব্রিফিংয়ে দুই দেশের প্রতিনিধিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এ সফর করছেন তিনি। 

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।  এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এম শহীদুল হক। আর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব সোনাম শং।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুটানে প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসছেন। সেই সফর সামনে রেখে এই বৈঠক হয়েছে।  

তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।  

বৈঠক শেষে ভুটানের পররাষ্ট্র সচিব সোনাম শং বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। সে কারণে বাংলাদেশ সফরে আসতে তিনি খুব আগ্রহী। আমরা আশা করছি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তার এই সফর হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯ 
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।