মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, মাসুদ সকালে বগুড়া থেকে ট্রাকে আসবাবপত্র নিয়ে শেরকোলে আসছিলেন। পথে শেরকোল ও সিংড়ার মাঝপথে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান মাসুদ রানা। পরে চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পা পিছলে রাস্তায় পড়ে যান তিনি। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআই