ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা অধ্যাপক তাইবুল হক।
এসময় অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক কাজী মনিরুল আলম স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ফাইনেন্স বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসএইচডি/আরবি