ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ যতদিন, বঙ্গবন্ধুর নামও ততদিন থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, মার্চ ১৯, ২০১৯
বাংলাদেশ যতদিন, বঙ্গবন্ধুর নামও ততদিন থাকবে

ফেনী: রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তবে বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। বাংলাদেশ যতদিন থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধুর নামও ততদিন থাকবে। 

ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।  

সোমবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা অধ্যাপক তাইবুল হক।

 

এসময় অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক কাজী মনিরুল আলম স্বাগত বক্তব্য রাখেন।  

এছাড়া বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ফাইনেন্স বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।