ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীর মেরুল বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, মার্চ ১৯, ২০১৯
রাজধানীর মেরুল বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৮ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুলহাস সোলায়মান মোল্লার ছেলে। তারা বর্তমানে রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

নিহতের বোন শবমেহের বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে ভাই-বোন মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হন। এসময় অজ্ঞাত দুই যুবক তার ভাইকে গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এজেডএস/টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।