ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

সুগারক্রপের সংজ্ঞায় আখ ছাড়াও তাল খেজুর গোলপাতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মার্চ ১৮, ২০১৯
সুগারক্রপের সংজ্ঞায় আখ ছাড়াও তাল খেজুর গোলপাতা

ঢাকা: ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।


 
বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ বিষয়ে ১৯৯৬ সালের পুরনো একটি আইন আছে, সেটি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আইন। এই আইনের প্রেক্ষিতেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিজ্ঞানীরা পর্যালোচনা করে দেখেছেন চিনি শুধু আখ থেকে হয় না। আরও অনেকগুলো ক্রপ আছে।
 
তিনি বলেন, নতুন আইনে সুগারক্রপের সংজ্ঞায় ইক্ষু, সুগার বিট, তাল, খেজুর, গোলপাতা ও অন্যান্য মিষ্টি জাতীয় ফসল বা বৃক্ষ যেগুলো থেকে চিনি হয় তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পরিবর্তে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
 
এটা যেহেতু ১৯৯৬ সালের আইন তাই খুবই সামান্য পরিবর্তন আনা হয়েছে।
 
তিনি আরো বলেন, আইনে কমিটি যেটা আছে তা আগের মতোই ওটা আইনে সংযুক্ত করা হয়েছে। তবে একজন বাড়তি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিএসআইআর) এর একজন প্রতিনিধি সেখানে যুক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।