রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর অ্যাভিনিউ-পাঁচ এলাকার মুরগির খোয়ার থেকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১০ আগস্ট) রাতে ডিবি মিরপুর বিভাগের অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১১ এর এভিনিউ ৫ এর ১৭ নম্বর লাইনে মুরগির খোয়ার থেকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি ডিবি।
স্থানীয়রা জানান, স্থানটি মিরপুরের কুখ্যাত কিশোরগ্যাং আশিক গ্রুপের আস্তানা হিসেবে পরিচিত। একাধিক মামলার আসামি আশিককে যৌথবাহিনী গ্রেপ্তার করার পর ডিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার হলো।
এ বিষয়ে ডিবি মিরপুর বিভাগের এডিসি সোনাহার আলী বলেন, একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত চলমান। তদন্ত শেষে প্রকৃত মালিক শনাক্ত করা যাবে।
তিনি আরও জানান, অস্ত্রটি আশিক গ্রুপের কি না, তা নিশ্চিত হতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমএমআই/এএটি