ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

কালচারাল ফোরামের শিশু দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, মার্চ ১৮, ২০১৯
কালচারাল ফোরামের শিশু দিবস উদযাপন ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ কালচারাল ফোরামের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুন বাগিচায় ফোরামের নিজস্ব কার্যলয়ে এ আয়োজন করা হয়। এতে ফোরামের ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আফজাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরী, ডেইলি স্টার এর কর্পোরেট ম্যানেজার এএসএম নজরুল ইসলাম, কাজী চপল, কেএম শরীফ ইমতিয়াজ, ডা. হাসিনা বানু প্রমূখ।

বক্তারা জাতীয় শিশু দিবসের বিভিন্ন দিক এবং অবহেলিত শিশুদের অপুষ্টি ও শিক্ষার বিষয়ে কথা বলেন। এসময় শিশুদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার পিছনে বর্তমান সরকারের অবদানের কথা উঠে আসে।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও চলচিত্রকার জাকির হোসেন রাজু।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯।
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।