ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ফুলছড়ির ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৯, মার্চ ১৮, ২০১৯
নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ফুলছড়ির ওসি প্রত্যাহার ......

গাইবান্ধা: উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি বেলাল হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৭ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওসি বেলাল হোসেন দুই বছর আগে ফুলছড়ি থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন।

জেলা নির্বাচন কর্তাকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, ওসির বিরুদ্ধে এক প্রার্থী নির্বাচন কমিশনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসি বেলাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। কেসনা সুষ্ঠ নির্বাচনের লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে এ সংক্রান্ত নির্দেশনা এখনো জেলা নির্বাচন অফিসে আসেনি।

এর আগে, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে শনিবার (১৬ মার্চ) গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

সোমবার (১৮ মার্চ) ফুলছড়ি উপজেলা পরিষদসহ গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘন্টা, মার্চ ১৮, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।