ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

ক্রাইস্টচার্চে বাংলাদেশি নিহতে জাপান রাষ্ট্রদূতের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫০, মার্চ ১৮, ২০১৯
ক্রাইস্টচার্চে বাংলাদেশি নিহতে জাপান রাষ্ট্রদূতের শোক জাপান রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইসি ইজোমি।

রোববার ( ১৭ মার্চ) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাপান দূতাবাস জানায়, নিউজিল্যান্ডে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেনের নিকট পাঠানো এক চিঠিতে গভীর শোক প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত।

তিনি জাপানের জনগণ ও সরকারের পক্ষ থেকে সংহতি জানিয়ে এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সন্ত্রাসবাদ মোকাবেলায় জাপান বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান জাপানের রাষ্ট্রদূত হিরোইসি ইজোমি।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
টিআর/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।