ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

গুইমারায় গাছচাপায় লরি চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
গুইমারায় গাছচাপায় লরি চালকের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চলন্ত লরির উপর গাছ পড়ে এনামুল হক (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, মাটিরাঙ্গা থেকে পণ্য নামিয়ে একটি লরি চট্টগ্রাম যাচ্ছিল।

পথে গুইমারার বিজিবি সেক্টরের সামনে এলে একটি রেন্ট্রি গাছ ভেঙে লরির উপর পড়ে। এতে গুরুতর আহত হয় চালক এনামুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে আমরা স্থানীয়দের সহযোগিতা নিয়ে ভেঙে পড়া গাছ ও লরিটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি। নিহতের পরিবার এলে মরদেহ হস্তান্তর করা হবে।
 
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।