ঢাকা: রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটি খোলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
গত ২১ জুলাই ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বাইরে মেইনগেট থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটি ক্লাসরুম এবং প্রত্যেকটি ভবনের ভেতরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এমনকি ভেতরের রাস্তাঘাট ও পরিষ্কার করা হয়েছে।
গত ২১ জুলাইয়ের পর থেকে মাইলস্টোন স্কুলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এখন পর্যন্ত স্কুলের মেইন গেটে ও ভেতরে মাঠের উত্তর পাশে ১০-১২ জন করে পুলিশ ডিউটি করছেন। মাইলস্টোন স্কুলের নিজস্ব সিকিউরিটি আরও জোরদার করা হয়েছে।
মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল ওই ভবনটির সামনের দিক টিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এখন আর এখানে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে না।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বাংলানিউজকে বলেন, সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে মিলাদ মাহফিল হচ্ছে। তবে রোববার থেকে নবম ও দশম শ্রেণির ক্লাস দিয়েই স্কুল চালু করার পরিকল্পনা করা হয়েছে। রোববার থেকে ছাত্ররা আসবে।
তবে প্রথম দিন পরিপূর্ণ ক্লাস না হলেও ছাত্র-ছাত্রীদের মাঝে খোঁজখবর এবং মতবিনিময়ের মধ্যদিয়ে পর্যায়ক্রমে স্কুল এবং কলেজ চালু করা হবে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবারে মূল ক্যাম্পাসে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছিল, তারপর থেকে আমাদের এ ক্যাম্পাসে মিলাদ মাহফিল দোয়া চলছে। এবং আজও মাহফিল ও দোয়া করা হয়েছে, রোববার পর্যন্ত এ মিলাদ মাহফিল চলবে ।
জিএমএম/জেএইচ