ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো পুলিশ কর্মকর্তা নেই: সদর দপ্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ২, ২০২৫
‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো পুলিশ কর্মকর্তা নেই: সদর দপ্তর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই নামে কোনো নারী পুলিশ কর্মকর্তা নেই বলে জানিয়েছে সদর দপ্তর।

শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সকলের বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা নেই।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।