ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

শিবালয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, ফেব্রুয়ারি ২১, ২০১৯
শিবালয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকচাপায় আফছার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফছার আলী ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকার মৃত ওহেদ আলীর ছেলে।

এদিকে শিবালয় উপজেলার পাটুরিয়া সংযোগে বাসচাপায় দোয়াত আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দোয়াত আলী শিবালয় উপজেলার বড় বোয়ালি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও বাস জব্দ করা হলেও চালকরা পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।