ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন এমপিওভুক্তির দাবিতে মানববন্ধনে কুড়িগ্রামের শিক্ষকরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কুড়িগ্রাম শাখা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ ইমরানবিন সোলায়মান ফারুক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এরশাদুল হক খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের মানবেতর জীবনযাপন থেকে পরিত্রাণ দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এফইএস/আর‌আইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।