ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ (৩৮)  নামে এক জন নিহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাঁচদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে।

 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজের সঙ্গে তার এক প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে বিবদমান ওই জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল আজিজ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।