ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত দুর্ঘটনায় নিহত মইনুদ্দিন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মইনুদ্দিন (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বেড়াইমোড়ে এ দুর্ঘটনা ঘটে। মইনুদ্দিন উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গনিপুর গ্রামের ময়েজ মণ্ডলের ছেলে।

তিনি পেশায় গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বাংলানিউজকে জানান, দুপুরে গনিপুর থেকে ভ্যানে করে বেড়াইমোড়ে রাস্তায় নেমে ভ্যান চালককে ভাড়ার টাকা দিচ্ছিলেন মইনুদ্দিন। এসময় পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহন হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।  

ঘাতক ইজিবাইকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।