ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

শেরপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
শেরপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোর নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পারভেজ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আলী জাবের (১১) নামে আরেক কিশোর।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত পারভেজ ওই ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে।

আহত জাবের একই এলাকার হাসান আলীর ছেলে।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুপুরে পারভেজ মোটরসাইকেল চালানো শিখতে বাবার মোটরসাইকেল নিয়ে তার বন্ধু জাবেরকে সঙ্গী করে বাড়ি থেকে বের হয়। এসময় স্থানীয় হাটগাড়ীসহ আশপাশের মাঠ এলাকায় মোটরসাইকেল চালাতে থাকে। একপর্যায়ে মোমিনপুর টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হয়। এসময় গুরুতর আহত হয় জাবের। তা‍ৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা।   
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।