ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

নিখোঁজ রাকিবের সন্ধান চায় পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
নিখোঁজ রাকিবের সন্ধান চায় পরিবার রাকিব

ঢাকা: গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়াতে গিয়ে হারিয়ে গেছেন নরসিংদী সদর উপজেলার কাকশিয়া গ্রামের মৃত ছানাউল্লাহর ছেলে প্রতিবন্ধী মো. রাকিব (২১)।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ওই পার্কে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে তিনি হারিয়ে যায়।

এ ঘটনায় নিখোঁজ রাকিবের সন্ধান চেয়ে তার ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. তারিক আজিজ গাজীপুরের শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নম্বর ৭৩৩ (১৫.২.১৯)।

রাকিবের উচ্চতা ৫ ফুট। তার গায়ের রং ফর্সা। কোনো হৃদয়বান ব্যক্তি রাকিবের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ভাই তারিক আজিজ। মোবাইল ০১৯২৩-৬২১১২৩, ০১৭২৭-৮৭০৭৬৫।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।