ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

শিগগির শুরু হবে খানজাহান আলী বিমানবন্দরের কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
শিগগির শুরু হবে খানজাহান আলী বিমানবন্দরের কাজ

বাগেরহাট: বাগেরহাটে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এরইমধ্যে চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ শুরু করেছে। খুব শিগগির ফিজিক্যাল (ভৌত) কাজ শুরু হবে। বর্তমানে একটি রানওয়ে নির্মাণ কাজ চলছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় নির্মাণাধীন বিমানবন্দরটি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, খানজাহান আলী বিমানবন্দরের পাশে মোংলা বন্দর, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও মোংলা শিল্পাঞ্চল রয়েছে।

তাই এ বিমানবন্দর বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।