ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২১, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী পথচারীর মৃত্যু ঘাতক বাসটি। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকায় বাসচাপায় নাসরিন বেগম (২০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এসময় তার বোন হোসনা বেগম (৩৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাসরিন ও হোসনা জেলার বিজয়গর উপজেলার দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বাংলানিউজকে জানান, বিকেলে জেলা শহরের কাউতলী মোড় থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস বিশ্বরোডের দিকে যাচ্ছিল। পথে বিরাসার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারী পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহতাবস্থায় আরেক নারীকে স্থানীয়রা  উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।