ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে সাকিব হোসেন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার এ কারাদণ্ড দেন।

সাকিব হোসেন মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ পৌরসভার সিদ্দিকনগর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার সাকিবকে এক বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।