ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

কসবায় মাদকবিরোধী অভিযানে আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কসবায় মাদকবিরোধী অভিযানে আটক ১৭ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ১৫ মাদকবিক্রেতাসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।