ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, ফেব্রুয়ারি ৩, ২০১৯
মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজলার বল্লালবাড়ি এলাকায় আরমান (০৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ওই এলাকার করিম বেপারীর নির্মাণাধীন পরিত্যাক্ত টিনশেড ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আরমান বল্লালবাড়ি এলাকার ওমর ফারুকের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) থেকে আরমান নিখোঁজ হয়। এরপর দিন তার বাবা সদর থানায় জিডি করেন। বিকেলে বল্লালবাড়ি এলাকার করিম বেপারীর নির্মাণাধীন পরিত্যাক্ত টিনশেড ঘর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।  

শিশুটির ঠোঁটে রক্ত এবং মাথায় আঘাত রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পরিত্যাক্ত টিনশেড বাড়ির মালিক এখানে থাকেন না। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।