ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পাঁচ ঘণ্টায়ও ‘মুক্ত’ হয়নি সেন্টমার্টিনগামী বেক্রুজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, ফেব্রুয়ারি ২, ২০১৯
পাঁচ ঘণ্টায়ও ‘মুক্ত’ হয়নি সেন্টমার্টিনগামী বেক্রুজ টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ক্রজ অ্যান্ড ডাইন/ বাংলানিউজ

কক্সবাজার: সেন্টমার্টিন যাওয়ার পথে টেকনাফ নতুন জেটিঘাট সংলগ্ন নাফনদীতে প্রায় ৩০০ পর্যটক নিয়ে আটকা পড়েছে বেক্রুজ নামের একটি জাহাজ।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে জাহাজটি জেলেদের বসানো বিহিঙ্গি জালে আটকা পড়ে। এরপর পাঁচ ঘণ্টা পেরুলেও জাহাজটি জাল থেকে মুক্ত করা যায়নি।

আটকেপড়া জাহাজের যাত্রী মো. ইউনুস বিকেল সাড়ে তিনটার দিকে বাংলানিউজকে জানান, টেকনাফ দমদমিয়া ঘাট থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে বেক্রুজ। জাহাজটি একঘণ্টা চলার পর টেকনাফ নতুন জেটি এলাকায় এসে নাফনদীতে জেলেদের বসানো জালে আটকে যায়। সেই থেকে অনেক চেষ্টা করেও এখন পর্যন্ত জাহাজটি মুক্ত করা যায়নি।

তিনি বলেন, জাহাজের সব যাত্রীই পর্যটক। আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে টেকনাফ থেকে সবাই যাত্রা শুরু করলেও মুহূর্তেই সবকিছু ম্লান হয়ে গেছে। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও জাহাজটি জাল থেকে মুক্ত করা সম্ভব না হওয়ায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বাংলানিউজকে বলেন, মাছধরার জালে জাহাজটি আটকা পড়েছে। জাহাজটি জাল থেকে মুক্ত করার চেষ্টা চলছে। তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।