ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নাটোরে বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ফেব্রুয়ারি ২, ২০১৯
নাটোরে বাস চলাচল শুরু

নাটোর: প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর নাটোর থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বাস চলাচল শুরু হয়। নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের ঘটনায় তার সমর্থকেরা শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সড়ক-মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। শনিবার পুনরায় অবরোধের হুমকি দেয়। এ অবস্থায় যানমালের নিরাপত্তার স্বার্থে মালিক-শ্রমিকরা সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে ধীরে ধীরে বাস চলাচল শুরু হয়।

>>>আরো পড়ুন...নাটোর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দুপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মধ্য রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।