ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কোম্পানীগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, জানুয়ারি ২৮, ২০১৯
কোম্পানীগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে আলী আশরাফ দুলাল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।  

এর আগে, সকালে চরকাঁকড়া-৩ নম্বর ওয়ার্ডে ভৈষের ডগি (মহিষের বিচরণ কেন্দ্র) এলাকার ধান ক্ষেত থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়।

দুলাল ওই এলাকার বাসিন্দা।  

নিহতের বড় মেয়ে সুলতানা জানায়, রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার বাবা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির দক্ষিণে ভৈষের ডগির ধান খেতের মধ্যে আহতাবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।