ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে: ইরানের রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, জানুয়ারি ২৩, ২০১৯
শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে: ইরানের রাষ্ট্রদূত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দেশের জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার (২২ জানুয়ারি) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য, নারী ক্ষমতায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের  সরকার গঠন এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার বলেন, ইরান বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় আচারের মিল রয়েছে—যা দুই দেশের জনগণের মাঝে দৃঢ় বন্ধুতের সেতুবন্ধন তৈরি করেছে। ব্যবসা-বাণিজ্য ও সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও গতিশীল হতে পারে।  

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সকলের সাথে বন্ধুত্ব-কারও সাথে শত্রুতা নয়’ নীতিতে বিশ্বাসী। সবাইকে নিয়ে উন্নতির শিখরে পৌঁছাতে চায় বাংলাদেশ।

ইরানের রাষ্ট্রদূত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।  

তিনি বলেন, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন প্রমান করে এ দেশের জনগণের আস্থা ও বিশ্বাসে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরান আইপিইউ ও পিইউআইসি’র সদস্য রাষ্ট্র। ইরান গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের মৌলিক লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।