ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

‘সুপার ব্লাড মুন’ সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, জানুয়ারি ১৯, ২০১৯
‘সুপার ব্লাড মুন’ সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ, ছবি: সংগৃহীত

ঢাকা: পূর্ণ চন্দ্রগ্রহণ বা ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে ২১ জানুয়ারি সোমবার। এ দিন বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণগ্রাসে দৃশ্যমান হবে এই মহাজাগতিক উপগ্রহ। তবে বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না।

চন্দ্রগ্রহণটি শেষ হবে দুপুর ১টা ৪৮ মিনিটে। আর পুরোপুরিভাবে চন্দ্রগ্রহণ হবে ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে।

গ্রহণের মাত্রা হবে সর্বোচ্চ ১.১৯৫৩।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালকের পক্ষে গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণটি।

আরও পড়ুন>> এ মাসেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’, তবে...

এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের www.bmd.gov.bd/eclipse এই ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।