ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাঁচানো গেলো না গেন্ডারিয়ার সেই নবজাতককে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, নভেম্বর ১৬, ২০১৮
বাঁচানো গেলো না গেন্ডারিয়ার সেই নবজাতককে ...

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকা থেকে উদ্ধার করা সেই ছেলে নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে নবজাতক ওয়ার্ডে সে মারা যায় বলে চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে সকালে ওই এলাকার একটি বাসার সামনে থাকা কাপড়ের ব্যাগের ভেতর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।