ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, অক্টোবর ১৫, ২০১৮
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পঙ্কজ দেবনাথ (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৪ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযাগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পঙ্কজ দেবনাথ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামর বজ্রবাসী দেবনাথের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, পাবনা থেকে সবজি বোঝাই ট্রাকে করে টাঙ্গাইল যাচ্ছিলেন পঙ্কজ। ট্রাকটি কড্ডা এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে রেখে মেরামত করছিলেন চালক। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপরে থাকা পঙ্কজ নিচে পড় গুরুতর আহত হন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার কর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।