ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে বরিশালে ১৯৩ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, অক্টোবর ১৪, ২০১৮
নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে বরিশালে ১৯৩ জেলের কারাদণ্ড .

বরিশাল: নিষেধাজ্ঞা  অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগের ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পাশাপাশি তিন লাখ আট হাজার ২০০ টাকা জরিমানা আদায় ও এক হাজার ৭২০ কেজি ইলিশ এবং প্রায় নয় লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে রোববার সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে মোট ৫৩৯টি অভিযান ও ২৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ১৮০টি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।