ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

দারুণ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, সেপ্টেম্বর ২৭, ২০১৮
দারুণ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের ৩৭ রানের জয় নিশ্চিত হওয়ার পর এক বার্তায় প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বুধবারের এ অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রথমে ব্যাট করে ২৩৯ রান তোলে বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০২ রানেই আটকে যায় পাকিস্তান, টাইগারদের জয় নিশ্চিত হয় ৩৭ রানের। এই জয়ের ফলে ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।