ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসরতদের পুনর্বাসনে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, সেপ্টেম্বর ২৩, ২০১৮
পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসরতদের পুনর্বাসনে সভা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসরত পরিবারগুলোকে অন্য কোথাও সরিয়ে পুনর্বাসন করার উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুনর্বাসন সংক্রান্ত কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

 

সভায় সাম্প্রতিক সময়ে জেলা শহরের ন্যান্সি বাজারে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা ১১ পরিবারসহ শালবন এলাকার ৮৮ পরিবারকে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পায়।

এসময় বক্তারা ঝুঁকিতে বসবাসরতদের পুনর্বাসনের পাশাপাশি তাদের জন্য যাতায়াত, বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলেন। জেলা প্রশাসক পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ