ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চিকিৎসা শেষে বাংলাদেশি ১৫ জেলে ভারতের আলীপুর কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, সেপ্টেম্বর ২৩, ২০১৮
চিকিৎসা শেষে বাংলাদেশি ১৫ জেলে ভারতের আলীপুর কারাগারে

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে ভারতের জলসীমা অতিক্রম করার অপরাধে বাংলাদেশি ১৫ জেলেকে আটকের পর চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় জলসীমায় ভাসতে থাকা বাংলাদেশি ১৫ জেলেকে ওই দেশের জেলেরা উদ্ধারের পর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় হস্তান্তর করে।

পরে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন মণ্ডল উদ্ধারকৃত জেলেদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পার্থপ্রতিম থানার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করেন। পরে রোববার দুপুরে তাদের আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হয়।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পার্থপ্রতিম থানার এসআই মিলন দাসের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, আটক ১৫ বাংলাদেশি জেলেদের মধ্যে পটুয়াখালী জেলার মহিপুরের সুলতান, ছগির, শাজাহান, আবু সুফিয়ান ও আনছারের নাম জানা গেছে। আটক জেলেদের ফিরিয়ে আনার জন্য দুই-একদিনের মধ্যেই ভারতে যাবো। এছাড়া ভারতের জলসীমায় কোথাও জেলে রয়েছে কিনা তাও খোঁজ খবর নেওয়া হবে।  

নৌবাহিনীর মিডিয়া উইং কর্মকর্তা ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ থাকা জেলেদের উদ্ধারে বিএনএস মোংলা নৌ-ঘাঁটির যুদ্ধ জাহাজ বিএনএস কপোতা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ