ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবনের বাজুয়া ঘাট থেকে তক্ষক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, সেপ্টেম্বর ১৯, ২০১৮
সুন্দরবনের বাজুয়া ঘাট থেকে তক্ষক উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন বাজুয়া ঘাট থেকে একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এর আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে দাকোপ থানার বাজুয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা জাহিদ আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।