ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

জেএমবি সদস্যসহ আটক ৩২, অস্ত্র-বিস্ফোরক-মাদক জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ১৯, ২০১৮
জেএমবি সদস্যসহ আটক ৩২, অস্ত্র-বিস্ফোরক-মাদক জব্দ আটক জেএমবি সদস্য

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য ও জামায়াতের তিন কর্মীসহ ৩২ জনকে আটক  করেছে পুলিশ। এসময় আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও ফেনসিডিল  জব্দ করা হয়েছে।

জেলার বিশেষ শাখার ইন্সপেক্টর মিন্টু রহমান বাংলানিটউজকে জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জেএমবি সদস্য, জামায়াতের তিন কর্মীসহ ৩২ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৩শ’ গ্রাম গানপাউডার, ৫শ’  বোতল ফেনসিডিলসহ গাঁজা ও হেরোইন জব্দ করা হয়।

 

এছাড়াও মোটরযান আইনে অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।