ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে ২৬০০ লিটার রেলের তেলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, সেপ্টেম্বর ১৯, ২০১৮
নাটোরে ২৬০০ লিটার রেলের তেলসহ আটক ৩

নাটোর: নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে দুই হাজার ৬শ’ লিটার রেলওয়ের চোরাই তেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) সদস্যরা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আজিমনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন এতথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আজিমনগর রেলস্টেশনে তেল চুরি করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র‍্যাবের একটি দল সেখানে ওৎ পেতে থাকে। একপর্যায়ে প্রায় দুই হাজার ৬শ’ লিটার তেলসহ তিনজনকে হাতে নাতে আটক করা হয়।  

তাদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।