ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম বিনহ মিনহাত।

ঢাকা:  বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার জন্য ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া  বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা আরও সহজীকরণের অনুরোধ করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রস্তাবের জন্য এই অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম বিনহ মিনহাতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে পররাষ্ট্র সচিব দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি-তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি ঢাকা-হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর জন্য প্রস্তাব দেন।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করার জন্য অনুরোধ করেন।

ওর্য়াল্ড ইকোনোমিক ফোরাম-আসিয়ানের বার্ষিক সম্মেলনে যোগ দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এই ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে তিনি বক্তব্য রাখেন।

সম্মেলনের সাইড লাইনে ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম বিনহ মিনহাতের সঙ্গে বৈঠক করেন এম শহীদুল হক।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।