ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, সেপ্টেম্বর ১৩, ২০১৮
পঞ্চগড়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি বাংলানিউজ

পঞ্চগড়: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম দুলাল (৬৫) নিহত হয়েছেন। এসময়  আহত হয়েছেন মুক্তিযোদ্ধাসহ আরো দু’জন। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুলালের বাড়ি পঞ্চগড় সদরের কায়েতপাড়ায়।

আহতরা হলেন সদর উপজেলার কামাতপাড়ার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান (৬৫) ও বানিয়াপাড়ার উয়াইছুল কুরাইসি (৬৫)।

পুলিশ জানান, সকালে ওই তিনজন মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে রংপুর যাচ্ছিলেন। পথে বোদা বাইপাস এশিয়ান হাইওয়েতে ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুলালের। এসময় আহত হন অপর দু’জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।