ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহজাদপুরে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, এপ্রিল ২২, ২০১৮
শাহজাদপুরে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নুরুল ইসলাম (৩৮) অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ এপ্রিল) ভোরে শাহজাদপুর উপজেলার বর্ণিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাড়ি একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামে।

 

শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম হোসেন জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ভোরে তিনি বর্ণিয়া গ্রামে অবস্থান করছিলেন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।